ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদল।
আজ বুধবার বিকেলে শাহরাস্তি গেইটে সড়ক অবরোধ করে শাহরাস্তিতে নাসীরুদ্দীন পাটোয়ারীর আগমন উপলক্ষে বিক্ষোভ প্রদর্শন করেন নেতা-কর্মীরা। এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অপরাধে নাসীরুদ্দিনকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।
এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী তার নিজ ভূমি শাহরাস্তিতে আগমন উপলক্ষে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।