বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দুই ইনিংসে সেঞ্চুরিতে তনুশ্রীর বিশ্বরেকর্ড

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম

গেল বছরের ডিসেম্বরে রানতাড়ায় বিশ্বরেকর্ড গড়েছিল ভারতের ঘরোয়া নারী ক্রিকেট দল হরিয়ানা। সেই মাইলফলক স্পর্শের অংশীদার ছিলেন তনুশ্রী সরকার। ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি, বল হাতেও নিয়েছিলেন ৩ উইকেট। এবার ব্যক্তিগত নৈপুণ্যে নারী ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন তনুশ্রী। প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে প্রথম নারী ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।

ভারতে লাল বলের ঘরোয়া প্রতিযোগিতা চ্যালেঞ্জার ট্রফিতে 'সি' দলের হয়ে ব্যাট হাতে রেকর্ড গড়া সেঞ্চুরির পথে দুই ইনিংসেই অপরাজিত ছিলেন ২৬ বছর বয়সী তনুশ্রী। প্রথম ইনিংসে ১৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ১০২ রান।

'এ' দলের বিপক্ষে প্রথম ইনিংসে তনুশ্রীর দেড়শো রানের ইনিংসের পরও ৩১৩ রানে থামে 'সি' দলের প্রথম ইনিংস। 'এ' দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অলআউট হয় ৩০৫ রানে। ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা 'সি' দল ২ উইকেটে ২১১ রান করতেই তিন দিনের ম্যাচটি ড্র হয়।

আনুষ্ঠানিক প্রথম শ্রেণির প্রতিযোগিতা আছে কেবল ভারত ও বাংলাদেশেই। নারী ক্রিকেটের পরাশক্তি কয়েকটি দেশ বাদে বাকিদের টেস্ট ম্যাচও তেমন হয় না। এখন পর্যন্ত নারী টেস্ট হয়েছে ১৪৯টি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত বাদে বাকি দলগুলো তেমন একটা টেস্ট খেলে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত