বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

মেঘনা ব্রিজে রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪১ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রিজে রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে এ যানজট সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা থেকে মহাসড়কের গজারিয়া অংশে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা দীর্ঘ এলাকায় ছড়িয়ে পড়ে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ঢাকাগামী লেনে মেঘনা ব্রিজের উপর মালবাহী ট্রাকের চাকা খুলে যায় এবং ট্রাকটি  উল্টে যায়,গাড়িতে থাকা রড রাস্তায় পড়ে যায় এতে ঢাকামুখী রাস্তায় যানজটের সৃষ্টি হয়,যাতে প্রায় দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এ সময় বালুয়াকান্দী বাসস্ট্যান্ডে যানজটে আটকে থাকা চট্রগ্রাম থেকে আগত রুহুল আমিন নামে এক যাত্রী জানান,দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ যানজটে আটকে আছেন।

গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শওকত হোসেন জানান, রড বোঝাই ট্রাক উল্টে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে, দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত