মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়। আজ শনিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় জেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন প্রথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বিভাগীয় উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, উপ-পরিচালক জয়নাল আবেদিন ইসলামসহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। মতবিনিময়সভায় জেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে এক হয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত