মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দেশ রূপান্তরে নিউজের পর বিজয়নগরের ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১২:৩০ পিএম
দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ও অনলাইনে গত ১৩ তারিখ রবিবার অনলাইনে ‘বিজয়নগর থানার ওসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ গত বুধবার (১৬ এপ্রিল) প্রিন্ট ভার্ষণে ‘বিজয়নগর থানার ওসির বিরুদ্ধে যত অভিযোগ’ এই শিরোনামে নিউজ হওয়ার পর ওসি মো. রওশন আলীকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তারই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলামকে বিজয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।
 
শনিবার (১৯ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেছেন। বিজয়নগর থানার ওসি (তদন্ত) অমিতাভ দাস তালুকদার ওসি মো. রওশন আলীর বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এহতেশামুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
 
উল্লেখ্য,  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। তিনি সাধারণ মামলা দেখিয়ে গ্রেপ্তার করে টাকা আদায়, সংঘর্ষে আহতদের মামলা না নেয়া এবং ফসলি জমি কাটায় জব্দকৃত ট্রাক্টর টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। ফেসবুকে ওসির বিরুদ্ধে বিদ্রুপপূর্ণ মন্তব্যও করা হয়েছে। সাধারণ মানুষ ও ওসির অনিয়মে অতিষ্ঠ ছিলেন।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত