বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

দুই হাত নেই, তবু একের পর এক ছক্কা মারেন এই ক্রিকেটার!

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম

জন্ম থেকেই তার দুই হাত নেই। এ কারণে ছোট থেকে বাকিরা যা করতে পারত, ভারতের উত্তরপ্রদেশের শিবম কুমার সেটা পারত না। কিন্তু শিবমের স্বপ্ন তো ক্রিকেটার হওয়া। তাই শারিরীক প্রতিবন্ধকতা তার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। তুলে নেয় ক্রিকেট ব্যাট। ধীরে ধীরে সেই ব্যাটই হয়ে উঠেছে তার হাতিয়ার। এখন হাত ছাড়াই অবলীলায় চার, ছক্কা মারতে পারেন শিবম। তার স্বপ্ন একদিন জাতীয় দলে খেলার।

৬ বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল শিবমের। টেলিভিশনের পর্দায় ভারতীয় দলের ম্যাচ সম্প্রচার হলে তাকে টিভির সামনে থেকে সরানো যেত না। বগলের মাধ্যমে ব্যাট ধরার কৌশল রপ্ত করে তিনি বাড়িতেই খেলতেন। কিন্তু একা একা খেলতে ভালো লাগত না। মাঝে মাঝে মাঠে গিয়ে বাকিদের খেলা দেখতেন। একদিন বন্ধুদের সঙ্গে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। তার কথায় সবাই অবাক হয়ে যায়, কেউ কেউ হাসাহাসিও করেছিল।

কিন্তু শিবমকে দমিয়ে রাখা যায়নি। তিনি বগল দিয়ে ব্যাট ধরে সবাইকে অবাক করে দেন। এরপর থেকে মাঠে খেলার সুযোগ পান শিবম। স্থানীয় একটি ম্যাচে শেষ ওভারে শিবমের দলের ২৮ রান দরকার ছিল। সেই ওভারে ২৩ রান তুলে শিবম ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। ক্রিকেটের প্রতি ছেলের ভালোবাসা দেখে তার বাবা-মাও নতুন ব্যাট-প্যাড কিনে দেন। এরপর থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় স্থানীয় টুর্নামেন্টে দেখা যায় শিবমকে।

২৪ বছর বয়সী শিবম ভারত অধিনায়ক রোহিত শর্মা ভক্ত। একদিন প্রিয় তারকার সঙ্গে দেখা করতে চান। তার আরেকটি স্বপ্ন হলো বিশেষভাবে সক্ষমদের জাতীয় দলে সুযোগ করে নেওয়া। রোহিতের মতো করে ছক্কা মারার চেষ্টা করে যাচ্ছেন শিবম। এখনও অবশ্য পুল শট খেলতে তার সমস্যা হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি কখনো ভাবতাম না যে আমার দুই হাত নেই। ছোট থেকেই ক্রিকেট ভালোবাসি, কোনো প্রতিবন্ধকতা আমাকে আটকাতে পারেনি। আগামী দিনেও পারবে না। একদিন ভারতের হয়ে খেলবই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত