ইকুয়েডনের ফুটবলার জ্যাকসন রদ্রিগেজ এর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার স্ত্রী ও পাঁচ বছরের সন্তানকে অপহরণ করেছে। ঘটনার সময় বাড়িতে বিছানার নিচে লুকিয়ে ছিলেন জ্যাকসন, তদন্তকারীদেন ফুটবলার নিজেই জানিয়েছেন এমন তথ্য। ইকুয়েডরের উপকূলীয় শহর গায়াকুয়িলে বুধবার ভোর রাত তিনটার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।
স্বদেশের ক্লাব এমেলেকে তে খেলেন এই ডিফেন্ডার। পুলিশকে দেওয়া সাক্ষ্যে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার বলেছেন, বাড়ির সামনের দরজা ভাঙার শব্দ পেয়ে তিনি বিছানার নিচে লুকান। দুর্বত্তরা বাড়িতে ঢুকে রদ্রিগেজ কোথায় জিজ্ঞাসা করে। তাকে না পেয়ে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে যায়।
ইকুয়েডর সরকারের দেওয়া তথ্যমতে, চলতি বছরে প্রথম কয়েক মাসে সন্ত্রাসীদের দাপট অনেক বেড়েছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে দুই হাজার ৩৪৫টি সহিংস মৃত্যুর ঘটনা ঘটেছে, এর মধ্যে ৭৪২ জন প্রাণ হারিয়েছেন রাজধানী কিটো থেকে ১৬৮ মাইল দক্ষিণ-পশ্চিমের শহর গায়াকুয়িলে।
ইকুয়েডরে অতীতেও অ্যাথলেটদের নিশানা করেছে সন্ত্রাসীরা। ২০২৪ সালের ডিসেম্বরে, কিটোর ১১৩ মাইল উত্তর-পশ্চিমের শহর এসমেরাল্দেস থেকে ফুটবল খেলোয়াড় পেদ্রো পেরলাসাকে অপহরণ করা হয়। কিছুদিন পর তাকে উদ্ধার করা হয়েছিল।