নিউ ইয়র্কে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী কিরণ সিদ্ধাপুরা মঞ্জুনাথের ভিসা বাতিলের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ভিসা বাতিলের পর মঞ্জুনাথ ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর গ্র্যাজুয়েট এই আইনি পদক্ষেপ নেন। তার ভিসা বাতিল হওয়ার সিদ্ধান্তের পর, তিনি এই মাসের শুরুতে মামলা করার সিদ্ধান্ত নেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফাইন্যান্সে ডিগ্রি অর্জন করা কিরণ সম্প্রতি ওয়েস্টার্ন নিউ ইয়র্কে সিটিব্যাংকে কাজ শুরু করেছিলেন। কিরণের অভিযোগ, ইমিগ্রেশন কর্মকর্তারা কখনো তাকে স্পষ্টভাবে জানায়নি কেন তার ভিসা বাতিল করা হয়েছে। তবে তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ ছিল, চার বছর আগে ইন্ডিয়ানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর জন্য একটি মিসডিমিনার চার্জ।
এপ্রিলে ভিসা বাতিল হওয়ার খবর পাওয়ার পর দুই দিনের মধ্যেই স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেন কিরণ। তবে, তিনি এখন যুক্তরাষ্ট্রে পুনরায় ফিরে আসার আশা ব্যক্ত করেছেন।
কিরণ বলেন, ‘আমি জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এটাও তেমন একটি বিষয়, আমি তা মোকাবিলা করতে প্রস্তুত। মানসিকভাবে বেশ চাপ আসে, কিন্তু আমি সবসময় নিজেকে দৃঢ় রাখার চেষ্টা করি। আমি আশাবাদী যে কোনো একটা সমাধান পাব।’
কিরণের আইনজীবী জেসি ব্লেস জানান, তার যেসব ক্লায়েন্ট একই পরিস্থিতিতে পড়েছেন, তাদের মধ্যে অর্ধেকের ভিসা পুনরায় কার্যকর করা হয়েছে। তবে কিরণের বিষয়টি এখনও অনিশ্চিত, তবে তিনি আশা করছেন, হয়তো এই সপ্তাহেই কোনো ঘোষণা আসবে, কিন্তু এখনও স্পষ্ট কোনো নিয়ম বা পদ্ধতি নেই।
কিরণ সিদ্ধাপুরা মঞ্জুনাথ মনে করেন, তার মামলা শুধু নিজের জন্য নয়, বরং তাদের জন্যও বার্তা বহন করে যারা নিয়ম মেনে চলেও নিজেদের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছেন।