চার বছর পর পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি গড়ে ৩২ ইনিংস পর প্রথম উইকেটে এনে দিয়েছেন ১১৮ রান। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের বাংলাদেশের নায়ক সাদমান ইসলাম। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে তিন উইকেট বেশি হারানোর আক্ষেপ জানালেও দৃষ্টি রাখছেন সামনের দিকে। এখনো ম্যাচটি জেতাই তার লক্ষ্য।
নিজের ইনিংস সম্পর্কে সাদমান বলেন, ‘ইনিংসটা আরেকটু বড় করা যেত। আমরা ভালো অবস্থায় ছিলাম, ওখান থেকে একটু পিছিয়ে আছি। রানের জন্যইতো খেলাটা। আমারও সবসময় ইচ্ছা থাকে বড় রান করার। আমি চেষ্টা করেছি, যতটুকু টিমের জন্য দিতে পেরেছি তাতে আলহামদুলিল্লাহ।’
বিজয়ের কৃতিত্ব স্মরণ করেছেন সাদমান, ‘উনি অনেক সিনিয়র এবং অভিজ্ঞ খেলোয়াড়। আমরা তো আগেও দেখেছি উনি সবসময় রান করে থাকেন। আজকেও ভালো শুরু করেছিলেন, খেলা দেখে ভালো লাগছিল। দুর্ভাগ্যক্রমে উনি আউট হয়ে যান। ইনশাল্লাহ পরের ইনিংস বা সামনে আরও খেলা আছে, অবশ্যই ভালো করবেন।’ ২৮ মাস পর উদ্বোধনী জুটিতে শতরান এনে দেওয়া প্রসঙ্গে বলেন, ‘দলের যে পরিকল্পনা, সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ।’
শেষ সেশনে ২০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে যেতে হয়েছে বাংলাদেশকে। সাদমানের ভাষ্যে, ‘আমরা ভালোর দিকেই ছিলাম, হঠাৎ করেই কলাপস হয়েছে। আরেকটু ভালো খেললে ভালো একটা স্কোর আমরা সেট করতে পারতাম। এখনো মিরাজ আর তাইজুল ভাই ক্রিজে আছেন। ওরা দুজনই ভালো ব্যাটিং করে। আশা করি ওদের থেকে একটা ভালো জুটি হয়, তাহলে ওইটা (রানগুলো) আমাদের খুব ভালো অবস্থানের দিকে নিয়ে যাবে। ওরা যদি লিডটাকে ১০০’র বেশিতে নিয়ে যেতে পারে আমাদের জন্য খুব ভালো হবে।’
দলের পরিকল্পনা সম্পর্কে এ সেঞ্চুরিয়ান বলেন, ‘কালকের দিনটা বলা যাচ্ছে না যে উইকেটের অবস্থা কী হবে। আমাদের বোলাররা যদি ভালো বল করে (দ্বিতীয় ইনিংসে) তাহলে আমরা ভালোভাবেই কামব্যাক করবো। প্রথম আর দ্বিতীয় দিনের উইকেটে আমার কাছে একই মনে হয়েছে। তৃতীয় দিন উইকেট থেকে বোলাররা হয়তো সাহায্য পাবে। দেখি কোন পরিস্থিতি আসে।’