মহান মে দিবসের দলীয় কর্মসূচি পালন করতে উপজেলা সদরে এসেছিলেন উজিরপুরের ওটরা ইউনিয়নের জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি মানিক গাজী। দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় তিনি মারা যান।
এ ঘটনায় দলের নেতাকর্মীরা প্রায় ১ ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবোরোধ করে রাখেন। ঘতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়েছে। নিহত মানিক গাজী ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। মানিক গাজীর মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শেকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর মডেল থানার ওসি অব্দুস সালাম সড়ক দুর্ঘটনায় শ্রমিক দল নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।