মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টিকটক ভিডিও করতে গিয়ে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

আপডেট : ০২ মে ২০২৫, ১১:০১ পিএম

ভারতের সীমান্তে টিকটক ভিডিওধারণ করতে গিয়ে দুই বাংলাদেশি তরুণ আটক হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তবর্তী ধবলসূতি বিওপি এলাকার ভারতীয় চা বাগানের ভেতর থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

আটকরা হলেন- পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটয়ারভিটা এলাকার মোস্তাফিজ মিয়ার ছেলে এসএসসি পরীক্ষার্থী মো. মাহফুজ ইসলাম ইমন (১৬) ও বগুড়া মহাস্থানগড় বকুল ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে মো. সাজেদুল ইসলাম (২২)। মাহফুজ ও সাইফুল সম্পর্কে মামা-ভাগিনা। সাইফুল মাহফুজদের বাড়িতে বেড়াতে এসেছিল।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) ধবলসূতি বিওপি সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অনুপ্রবেশ করে ভিডিওধারণের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

তবে এ বিষয়ে বিজিবি’র দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আটকদের ফিরিয়ে আনার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। একইসঙ্গে রংপুর সেক্টর কমান্ডার বিএসএফের জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে আলোচনা করেন। রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবির দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবি-বিএসএফ’র মধ্যে রাতেই পতাকা বৈঠক আহ্বান করেছে। বৈঠকের মাধ্যমে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে দ্রুত যোগাযোগ চালাচ্ছে। রাতের মধ্যেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত