বাংলাদেশের নবীন পেসার নাহিদ রানাকে নিয়ে পিএসএলে রীতিমতো হইচই হয়েছিল। অনেক আশা দেখিয়ে তাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। গত ২৭ এপ্রিল নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে গেছেন। এরপর পেশোয়ার জালমি তিনটি ম্যাচ খেলে ফেললেও তার একাদশে সুযোগ হয়নি। তাহলে কি বেঞ্চ গরম করেই পিএসএল কাটাবেন নাহিদ?
খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে, নাহিদ পিএসএলের শুরু থেকে না খেলাতেই এই বিপত্তি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে নাহিদ যখন পিএসএলে যোগ দিয়েছেন, ততদিনে তার দল ৫ ম্যাচ খেলে ফেলেছে। নাহিদের বিকল্প হিসেবে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে দলে নেয় পেশোয়ার। কিন্তু সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করেননি উড। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৯৪ করে।
এতেই কপাল পুড়েছে নাহিদের। ইনফর্ম একজন পেসারকে কোনো দলই বসিয়ে রাখবে না। তাই নাহিদের বদলি হিসেবে এলেও উড মূল একাদশে খেলে যাচ্ছেন। আরেক পেসার আলঝারি জোসেফ ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। উড-জোসেফ জুটিই পেশোয়ারকে সাফল্য এনে দিচ্ছে। এই দুজনই বিদেশি হওয়ায় নাহিদের সমস্যা আরও বেড়েছে। কোনো দলই তো আর তিন বিদেশি পেসার খেলাবে না। তাই এই দুজনের চোট, বিশ্রাম কিংবা বাদ পড়ার জন্য অপেক্ষা করতে হবে নাহিদকে।