বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নিষেধাজ্ঞার লুকোচুরি শেষে আইপিএলে ফিরছেন রাবাদা

আপডেট : ০৬ মে ২০২৫, ১২:১০ পিএম

হঠাৎ করেই তিনি আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন। প্রায় মাসখানেক পর জানা যায়, নিষিদ্ধ ড্রাগ গ্রহণের দায়ে কাগিসো রাবাদা নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন। সেই খবর আসার দুই দিন পর ফের জানা গেল, রাবাদার শাস্তি ভোগ শেষ হয়ে গেছে। তিনি আবারও গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএলে ফিরতে যাচ্ছেন! আজ মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে গুজরাট। এই ম্যাচে দেখা যেতে পারে রাবাদাকে।

গুজরাটের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা। দলের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে এই পেস তারকা দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। দিন দুয়েক আগে রাবাদা এক বিবৃতিতে জানান, তিনি বিনোদনমূলক ড্রাগ সেবন করেছিলেন। এর শাস্তি হিসেবে সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। সেই ঘোষণার পরই আবার আইপিএল খেলতে ভারতে চলে যান দক্ষিণ আফ্রিকার পেসার। এত দ্রুত ঘটনার পরিবর্তনের কারণ কী?

দক্ষিণ আফ্রিকার ড্রাগ মুক্ত ক্রীড়া সংগঠন (সেইড)-এর পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মাদক সেবনের জন্য এক মাস নির্বাসনে ছিলেন রাবাদা। দক্ষিণ আফ্রিকা লিগে ২১ জানুয়ারির ম্যাচ খেলার পর তিনি ডোপ টেস্টে ব্যর্থ হন। কিন্তু তিনি পারফরম্যান্স বর্ধক ড্রাগ নেননি, নিয়েছিলেন ‘রিক্রিয়েশনাল ড্রাগ’। গত ১ এপ্রিল রাবাদাকে ওই রিপোর্টের কথা জানানো হয়। তারপরই তিনি আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।

শাস্তির শর্ত অনুযায়ী রাবাদা ডোপ বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মাঝেই তার এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যায়। মঙ্গলবার থেকেই তিনি মাঠে ফিরতে পারবেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রাবাদাকে আলাদা করে শাস্তি দেওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে বোর্ডের পক্ষ থেকে রাবাদার এই নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করে নিষিদ্ধ হওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করা হয়েছে।

আজ গুজরাট বনাম মুম্বাই ম্যাচে যারা জিতবে, তারাই প্লে-অফের দৌড়ে এগিয়ে যাবে। দুই দলেরই পয়েন্ট ১৪, তবে গুজরাট খেলেছে ১০ ম্যাচ আর মুম্বাই ১১ ম্যাচ। এদিকে গুজরাট টাইটানসের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেছেন, রাবাদাকে নিয়ে আর কোনো সমস্যা নেই। এই পেসারকে অবশ্যই একাদশ নির্বাচনের সময় বিবেচনায় রাখা হবে। তার ভাষায়, ‘কাগিসো এখন মুক্ত। একাদশ নির্বাচনের সময় অবশ্যই তার নাম বিবেচনা করা হবে। সে পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত