মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রিয়ালের বিপক্ষে বার্সেলোনা ৩-০ গোলে সহজেই জিতবে: এনরিকে

আপডেট : ১১ মে ২০২৫, ০৫:৪৫ পিএম

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আর কিছুক্ষণের মধ্যে এই মৌসুমের শেষ এল ক্লাসিকোর জন্য। ভেন্যু—এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস। আগের তিনটি মুখোমুখি লড়াইয়ে কাতালানরা দাপটের সঙ্গে জিতেছে, গোল ব্যবধান ১২-৪। আরেকটি জয় মানেই কার্যত লা লিগার শিরোপা নিশ্চিত হবার পথে এক বিশাল ধাপ এগিয়ে যাবে বার্সা।

এই ম্যাচেও বার্সেলোনা পরিষ্কার ফেবারিট হিসেবে মাঠে নামছে। কারণ শুধু যে তারা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে, তাই নয়—রিয়াল বস কার্লো আনচেলত্তিকে এবার দুর্বল রক্ষণ নিয়ে খেলতে হবে, ইনজুরির কারণে। অপরদিকে, হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনার আক্রমণভাগ ইউরোপের সবচেয়ে শক্তিশালী।

শেষজ্ঞরা বলছেন, লুকাস ভাসকেজ ও ফ্রান গার্সিয়ার মতো খেলোয়াড়দের রক্ষণভাগের দুর্বলতা পুরোপুরি কাজে লাগাবে বার্সা।

এই বিশ্বাস আরও জোরালো করেছেন সাবেক বার্সা খেলোয়াড় ও কোচ লুইস এনরিকে। বর্তমানে পিএসজির কোচ মনে করেন,  “বার্সেলোনা ৩-০ গোলে জিতবে, সহজেই।”
২০১৫ সালে বার্সেলোনার সবশেষ ট্রেবলটি এসেছিল এনরিকের হাত ধরেই। এই ট্রেবল জয়ই তার কোচিং ক্যারিয়ারের বড় একটি অধ্যায় গড়ে দিয়েছে। তার মতে, হান্সি ফ্লিকের দল রিয়াল মাদ্রিদের উপর একতরফা আধিপত্য দেখাতে সক্ষম।

তবে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এনরিকে স্বীকার করেছেন, বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় একরকম স্বস্তি পেয়েছেন তিনি, 'বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আমার জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হতো। সবচেয়ে খারাপ। আমরা যদি না থাকতাম, আমি চাইতাম বার্সা ফাইনালে উঠুক এবং জয়ী হোক।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত