মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দিনাজপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:০৫ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাদাম বিক্রেতা বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। একই দিন দুপুরে উপজেলার খটখটিয়া কৃষ্ণপুরে গোয়াল ঘরে ফ্যানের তারের সংযোগ লাগাতে গিয়ে আমিচুল ইসলাম (৩২) নামের আরো একজন নিহত হয়েছেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন ঘটনাটি নিশ্চিত করেছেন।

রবিবার (১১ মে) সকাল ৯টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের আফতাবগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটেছে ।  

নিহত বাচ্চু মিয়া বিরামপুর উপজেলার সাগাইহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে ৭/৮ বছর ধরে কুশদহ ইউনিয়নের শিবপুর (ঘোনাপাড়া) গ্রামে বিবাহসূত্রে বসবাস করে আসছিল।

নবাবগঞ্জ থানার এসআই মাহমুদুর রহমান জানান, বাদাম বিক্রেতা বাচ্চু মিয়া ফেরী করে বাদাম বিক্রি করতো। ঘটনার সময় সে বাজারের মা-বাবা বস্ত্রালয় নামে একটি বন্ধ দোকানের শাটারের সাথে হেলান দিয়ে বাদাম বাছাই করছিলেন। দোকানের শাটার বিদ্যুতায়িত হয়ে থাকায় সে বিদ্যুতস্পৃষ্টে মারা যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আমিচুল ইসলাম (৩২) উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকার মৃত্যু আজিজুর রহমানের ছেলে।  

খটখটিয়া কৃষ্ণপুরে ঘটনায় পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে রবিবার বিদ্যুৎ এর সুইচ অন রেখে বাড়ির ভিতরে গোয়াল ঘরে ফ্যানের তার লাগাতে যায় আনিচুর। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতে তার প্যাঁচ লেগে গোয়াল ঘরের মেঝেতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত