মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দুই পুলিশ নিহত 

আপডেট : ১২ মে ২০২৫, ১০:০৯ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশওয়ারে রবিবার (১১ মে) আত্মঘাতী হামলা হয়েছে। এতে দুইজন পুলিশ নিহত হয়েছেন, আহত হন আরও দুইজন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায়। হামলা নিরসনে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানও জোরদার করেছে। তবে কোনোভাবেই থামছে না হামলা।

পেশওয়ারে ক্যাপিট্যাল সিটি পুলিশ কর্মকর্তা কাসিম খান বলেছেন, বিস্ফোরণে একজন এসআইসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে। তিনি বলেছেন, পুলিশকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা হয়েছে।

ডন জানিয়েছে, এই হামলার আগে গতকাল গোয়াদারে একটি মসজিদের কাছে হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করার পর গুলি বিনিময়ে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

এছাড়া লাক্কি মারওয়াতে পুলিশ একটি অপহরণের চেষ্টা রুখে দিয়েছে।  



 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত