২০২৫ সালের প্রথম প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। এককভাবে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। একত্রিত (কনসোলিডেটেড) ভিত্তিতে মুনাফা বেড়ে হয়েছে ৫০ কোটি ৯০ লাখ টাকা—৪৪ শতাংশ প্রবৃদ্ধি।
এ সময়ে কোম্পানির গ্রুপভিত্তিক শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১.২২ টাকা, যেখানে গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ০.৮৫ টাকা।
আইডিএলসি জানায়, গ্রাহক আমানতের পরিমাণ গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬৬ কোটি টাকায়। একইসঙ্গে, গ্রুপের ঋণ পোর্টফোলিও ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ১১ হাজার ৮৫৭ কোটি টাকায়।
প্রতিষ্ঠানটির মূলধন ব্যবহারের দক্ষতা ও লাভজনকতা আরও সুসংহত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। চলতি প্রান্তিকে বাৎসরিক রিটার্ন অন ইক্যুইটি (ROE) পৌঁছেছে ১০.০২ শতাংশে, যেখানে আগের বছর এ হার ছিল ৭.৩৯ শতাংশ। রিটার্ন অন অ্যাসেটস (ROA) বেড়ে হয়েছে ১.৩৪ শতাংশ, যা আগের বছর ছিল ০.৯৮ শতাংশ।
ব্যাংক ও আর্থিক খাতে স্থিতিশীলতা ধরে রাখার লক্ষ্যে, আইডিএলসি তাদের মন্দ ঋণের অনুপাত ৪.৬০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এই অনুপাত আগের বছরের তুলনায় কম এবং দেশের আর্থিক খাতের গড়ের চেয়েও উল্লেখযোগ্যভাবে নিচে। এছাড়া, মন্দ ঋণ সংক্রান্ত কভারেজ অনুপাত দাঁড়িয়েছে ১০৩.২১ শতাংশে।
আজ ৮ মে, ২০২৫ তারিখে গুলশানে আইডিএলসি’র কর্পোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৫২তম সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।
প্রতিষ্ঠানটি মনে করে, এই প্রান্তিকের সাফল্য ভবিষ্যতে তাদের ব্যবসায়িক কৌশল ও শেয়ারহোল্ডারদের আস্থাকে আরও শক্তিশালী করবে।