নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এই আদেশ দেন।
আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানিতে ৬-৭ জন সিনিয়র আইনজীবী অংশ নেন। শুনানি শেষে আদালত থেকে বের হয়ে আইনজীবীরা জানান, কারাগারে যাতে আইভী ডিভিশন পান সেজন্য তারা আদালতে আবেদন করেছেন। আদালত তাদের আবেদন আমলে নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তবে বিচারক আইভীর জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন।
আইভীর পক্ষের আইনজীবীরা জানান, জামিনের জন্য তারা অচিরেই জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবেন।
গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পেশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় তার কর্মী সমর্থক ও এলাকার শত শত নারী-পুরুষ গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
পরে ওইদিন সকালে আইভীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সেদিনের পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।