বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এতদিন কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ?

আপডেট : ১৩ মে ২০২৫, ১০:৩৫ এএম

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গ্রেপ্তারের পর মমতাজকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন মমতাজ বেগম। এটি ছিল তার টানা তৃতীয়বারের প্রার্থীতা। তবে ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী ও নিজ দলের নেতা দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। পরাজয়ের পর থেকে এলাকায় তেমন দেখা যায়নি তাকে। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও নিষ্ক্রিয় ছিলেন তিনি, যদিও সংগঠনের সিংগাইর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। এরপর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে প্রথমবার জাতীয় সংসদে প্রবেশ করেন মমতাজ বেগম। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত