মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:২৯ পিএম

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি আজ মঙ্গলবার মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সকালে সময়মতো, অর্থাৎ সকাল ১০টায় আপিলের শুনানি শুরু হয়। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

শুনানিকালে আদালত কক্ষে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

এর আগে, গত ৭ মে আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে করা আপিলের শুনানির জন্য ১৩ মে, অর্থাৎ আজকের দিনটি নির্ধারণ করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ সে সময় এই সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ প্রথম দফায় আপিল বিভাগে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আবেদনটির শুনানি শুরু হলেও পরে আর কার্যক্রম এগোয়নি। এখন সেই শুনানি ফের শুরু হলেও আজ তা মুলতবি করা হলো এবং আগামীকাল বুধবার আবারও শুনানির জন্য আদালত বসবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত