ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। রোনালদোর শুরুটা হয়েছিল পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে। বাবার মতো ছেলে রোনারদো জুনিয়রেরও অনূর্ধ্ব-১৫ দল দিয়েই শুরু হলো দেশের হয়ে খেলা। আজ মঙ্গলবার জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে অভিষেক হয়েছে রোনালদো জুনিয়রের।
ভালটকো মার্কোভিচ ইয়ুথ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ৪-১ গোলে হারিয়েছে জাপান অনূর্ধ্ব-১৫ দলকে।
ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে নামেন রোনালদো জুনিয়র। বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন রোনালদো জুনিয়র। ম্যাচের ৫৪ মিনিটে মাঠে নামেন তিনি। পর্তুগালের জার্সিতে ছেলের অভিষেকের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো।
ক্যাপশনে রোনালদো লেখেন, 'অভিনন্দন তোমার পর্তুগাল অভিষেকের জন্য, পুত্র। তোমাকে নিয়ে আমি খুব গর্বিত।'
ম্যাচটি দেখতে মাঠে ছিলেন রোনালদো জুনিয়রের দাদি। ১৪ বছরের ফরোয়ার্ড রোনালদো জুনিয়র আল নাসর অ্যাকাডেমিতে খেলেন। নিজ দেশের হয়ে অভিষেকে অবশ্য গোল পাননি রোনালদো পুত্র। ম্যাচে পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল কাবরাল।
পর্তুগালের পরবর্তী ম্যাচ বুধবার গ্রিসের বিপক্ষে। শুক্রবার তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।