পৃথিবীর কোনো স্থানেই বর্তমানে ক্রিকেট খেলছেন না বাংলাদেশের সেরা অলরাউন্ডারি সাকিব আল হাসান। এর মাঝে দুবাইতে তার নেট অনুশীলনের একটি ভিডিও সম্ভাবনা জাগালেও সাকিবকে কোথাও খেলতে দেখা যায়নি। তবে এবার সাকিবকে মাঠে দেখা যেতে পারে। দেশের গণমাধ্যমগুলোতে গুঞ্জন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের আগে ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। আর দেশের আরেক তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন এ মৌসুমে খেলছেন কালান্দার্সের হয়ে। তবে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। লিগ পর্যায়ে লাহোরের একটি ম্যাচই বাকি রয়েছে, ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের চারে।
২০১৬ সালে করাচি কিংসের পিএসএলে অভিষেক হয় সাকিবের। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬.৩৬ গড় ও ১০৭.১৪ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছেন তিনি। বল হাতে ৭.৩৯ ইকোনোমিতে শিকার করেছেন ৮ উইকেট।
আজ বিকেলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমানের খেলার সংবাদ প্রকাশের পর সাকিবের পিএসএলে দল পাওয়ার এ সংবাদ শোনা যায়।