নারায়ণগঞ্জের আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং তিনি বেসরকারী কোম্পানীতে চাকরি করতেন।
জানা যায়, বৃষ্টিতে শখের বসে আম কুড়াতে যায় মোকাররম। আম কুড়ানোর এক পর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।