শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

কলমবিরতিতে স্থবির রাজস্ব কার্যক্রম

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:২৯ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ঢাকার এনবিআর ভবনসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে তিন দিনের কলমবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এনবিআরের অধীনস্ত সব দপ্তরে কলম বিরতী পালন করা হয়। এতে সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে রাজস্বসংক্রান্ত কার্যক্রম। দেশের সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সবসময় ঠিক বুঝতে পারে না। ফলে তাদের টেক্সট বুক প্রেসক্রিপশনগুলির তাত্তি¡ক শক্ত ভিত্তি থাকলেও, এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনও বাস্তব সমাধান দিতে পারবে না।’ 

দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের এনবিআর ভবনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ফ্লোরে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন না। অনেকে গল্প-গুজব করছিলেন। ভবনের নবম তলায় কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি কর্মসূচির একটি ব্যানার টানিয়ে এর আশপাশে অবস্থান করছিলেন। সেখানে উপস্থিত কয়েকজন জানান, অফিস সময়ের শুরু থেকেই (সকাল ১০টা) তারা কলমবিরতি পালন করছেন। 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলমবিরতি চলছে। কাস্টমসের অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার কুণ্ড বলেন, ‘সকাল থেকে আমাদের কলমবিরতি কর্মসূচি শুরু হয়েছে। দাবি আদায় না  হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এরপর আমরা আলোচনা করে নতুন কর্মসূচি দেব।’  

তিনি বলেন, ‘আমাদের দাবির বিষয়ে এখন পর্যন্ত সরকারের ওপর মহল থেকে কোনো সাড়া পাইনি। আশা করি, গণমাধ্যমের মারফত সরকারের ওপর মহল ইতিমধ্যে বিষয়টি জেনেছে। তাদের থেকে ইতিবাচক সাড়া পাব বলে আশা করছি।’ 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব অধ্যাদেশ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতস্ফূর্তভাবে কলমবিরতি পালন করা হয়। এতে সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররাও একাত্মতা প্রকাশ করেছে। দেশের স্বার্থে রাজস্ব ব্যবস্থার যুগোপযোগী ও টেকসই সংস্কার প্রয়োজন। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে এবং তার আলোচনা-পর্যালোচনার সুযোগ না রেখে জারীকৃত অধ্যাদেশের মাধ্যমে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে, তা দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি করবে বলে ঐক্য পরিষদ মনে করে। এরই প্রেক্ষিতে কলমবিরতি কর্মসূচি পালন করা হচ্ছে। করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখিত।

বৃহস্পতিবার (১৫ মে) এবং আগামী শনিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একইভাবে কলমবিরতি চলবে। আগের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। 

এদিকে এনবিআর বিলুপ্তি ও সংস্কার কার্যক্রমে এ বিষয়ে গঠিত পরামর্শক কমিটির মতামত প্রতিফলিত না হওয়ার প্রতিবাদে বুধবার বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, মহাসচিব, ট্রেজারার, যুগ্ম মহাসচিবসহ গুরত্বপূর্ণ সদস্যরা কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পদে থাকা কর্মকর্তারাও পর্যায়ক্রমে অ্যাসোসিয়েশনের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন। 

কলমবিরতির কারণে স্থবির হয়ে পড়ে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বেনাপোল কাস্টমস হাউসেও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমবিরতি পালিত হয়। 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলমবিরতি শুরু করায় স্থবির হয়ে পড়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস বন্ধ রয়েছে।  

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, ‘আমরা কলম বিরতি শুরু করেছি। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমবিরতি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত