জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুর রায়পুরে ১৮ জন জেলেকে একটি করে বকনা বাছুর দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়। এতে প্রতিটি গরুর ক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ জেলেদের জীবনের নিরাপত্তার জন্য আরও ৪০ জন জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক ও উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্যজিত রায় প্রমুখ।