বার্সেলোনার মতো শীর্ষ ক্লাব সামলানো সহজ কথা নয়। দলটিতে আছে বিশ্বের বাঘা বাঘা সব ফুটবলার, সেইসঙ্গে আছেন লামিনে ইয়ামালের মতো তরুণরাও। এমন একটি দলের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই তিনটি ট্রফি জিতেছেন হান্সি ফ্লিক। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রের পর গতকাল বৃহস্পতিবার লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সা। কিন্তু এই সাফল্যের রহস্য কী?
বৃহস্পতিবার রাতে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে বার্সা। ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, ‘আমরা সবসময়ই ইতিবাচক থাকতে চেয়েছি এবং ট্রেনিং সেশনগুলোতেও সেটা নিয়ে কাজ করেছি। বার্সেলোনার মতো ক্লাবে শিরোপা জিততেই হবে এবং আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ। আমার মনে হয়, বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ছিলাম অসাধারণ। আমরা একটি ম্যাচও হারিনি, এটা স্রেফ দুর্দান্ত। দল, ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। যা কিছু অর্জন করেছি, আমরা খুবই খুশি।’
গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়টি দলের ভেতরে আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছিল বলে মনে করেন ফ্লিক, ‘মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ। বছরজুড়েই আমরা তা করতে চেয়েছি এবং জানুয়ারিতে সুপার কাপ জয়টা আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। ফুটবলাররা যেভাবে নিজেদের সেরা পারফর্মেন্স দেখিয়েছে সময়ের সাথে উন্নতি করেছে- সেটা দেখে দারুণ লেগেছে।’
বার্সেলোনা কোচ জানান, দায়িত্ব নেওয়ার পর তার মূল লক্ষ্য ছিল তারকাবহুল দলটির মাঝে পারস্পরিক বন্ধন পোক্ত করা, ‘মৌসুমজুড়ে এটা ব্যাখ্যা করার খুব একটা ফুরসত আমার ছিল না। তবে দলে একটি সংস্কৃতি গড়ে তোলা, পারিবারিক আবহ গড়ে তোলায় আমি অনেক জোর দিয়েছি। তীব্র তাড়না ও দারুণ মানসিকতা নিয়ে অনেক কাজ করতে হয়েছে। এখন এই পরিবারকে দেখে দারুণ লাগছে। আমরা যেভাবে পরস্পরকে দেখভাল করি, এটা অনন্য। আমি খুবই খুশি।’