পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবিও তাকে অনুমতি দিয়েছে। পিএসএল খেলতে ইতোমধ্যেই তিনি পাকিস্তানে পোঁছে গেছেন। লাহোর কালান্দার্সের পক্ষ থেকে সাকিবের দলে যোগ দেওয়ার খবর জানানো হয়েছে। রবিবারই তাকে মাঠে দেখা যেতে পারে। পিএসএলে ফিরে সাকিব নিজেও ভীষণ খুশি।
এবারের পিএসএল ড্রাফটে দল পাননি সাকিব। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নেওয়া হয়েছে মূলত নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের জায়গায়। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের সাবেক এই বিশ্বসেরা অল-রাউন্ডার বলেছেন, ‘পিএসএলে আবারও ফিরতে পেরে আমি উচ্ছসিত। আশা করি আগামীকাল একটি ভালো ম্যাচ হবে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি সেটার অপেক্ষায় আছি।’
সাকিবের পাশাপাশি লাহোরে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাক্ষে এবং কুশল পেরেরা। তিন তারকাকে স্বাগত জানিয়ে লাহোরের সোশ্যাল অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের দায়িত্বের ব্যাপারে মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’
উল্লেখ্য, ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেকের পর দুই মৌসুম (২০১৭ ও ২০২৩) পেশোয়ার জালমির হয়ে খেলেছেন সাকিব। এছাড়া একবার লাহোর কালান্দার্সের জার্সিও তার গায়ে উঠেছিল। পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৬.৩৬ গড় ও ১০৭.১৪ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ১৮১ রান। বল হাতে ৭.৩৯ ইকোনোমিতে শিকার করেছেন ৮ উইকেট।