সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ওয়ার্নারের চেয়ে বেশি রান করেও জিততে পারলেন না বাবর

আপডেট : ১৮ মে ২০২৫, ১২:৪৫ পিএম

অনেকদিন ধরেই বাবর আজমের ব্যাটে রানখরা চলছিল। এজন্য পাকিস্তান জাতীয় দল থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো পর্যন্ত ভোগান্তিতে পড়েছে। অবশেষে বাবরের ব্যাটে ঝড় উঠল, কিন্তু তার দল করাচি কিংস পেল না জয়ের দেখা। ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ব্যাটিংয়ে বাবরের পেশোয়ার জালমিকে ২৩ রানে হারিয়েছে করাচি কিংস।

রাওয়ালপিন্ডিতে গতকাল শনিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৩৭ রান তোলে করাচি কিংস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার খেলেন ৫০ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস। ১৭২ স্ট্রাইকরেটের ইনিংসটিতে ছিল ১১টি চার এবং ২টি ছক্কার মার। তিনে নেমে জেমস ভিন্সও ৪২ বলে ১১ চার ১ ছক্কায় ৭২ রান করেন। মিডল অর্ডারে খুশদিল শাহ উপহার দেন ১৪ বলে অপরাজিত ৪৩ রানের ক্যামিও। মোহাম্মদ নবির ১০ বলে ২৬* রানও কম গুরুত্বপূর্ণ নয়।

এই রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছিল পেশোয়ার জালমি। ওয়ার্নারের চেয়েও বিস্ফোরক মেজাজে ছিলেন বাবর। ব্যাট করেছেন ১৯১.৮৩ স্ট্রাইকরেটে। তার ৪৯ বলে ৯৪ রানের ইনিংসে ছিল ১০টি চার এবং ৪টি ছক্কার মার। এছাড়া ওপেনার সাইম আইয়ুব ৩১ বলে ৪৭ রান করেন। পেশোয়ারের আর কোনো ব্যাটারই ত্রিশের ঘরেও যেতে পারেননি। ১৮তম ওভারে বাবর রান-আউট হতেই পেশোয়ারের পরাজয় নিশ্চিত হয়ে যায়। ছয় দলের মাঝে বাবরদের অবস্থান এখন পাঁচ নম্বরে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত