বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ওয়াইফাইয়ের তারে পেঁচিয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ল কিশোর

আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:২৩ পিএম

ময়মনসিংহ-ভৈরব রেলপথে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে মো. নূরনবী (১৩) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রবিবার(১৮ মে) বিকাল ৫টার দিকে ট্রেনটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহর অতিক্রম করার সময় মরাখলা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রিয়াদ জানায়, ‘মরাখলা মসজিদের পাশেই আমার দোকান। ট্রেনটি যখন মরাখলা অতিক্রম করছিল তখন ছাদে থাকা নূরনবীর গলায় হঠাৎ ওয়াইফাইয়ের তার পেঁচিয়ে যায়। পরে সে ট্রেনের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায়। এসময় আমি ফায়ার সার্ভিসকে কল দিলেও তাদের অ্যাম্বুলেন্স নেই বলে তারা আসতে অপারগতা প্রকাশ করে। পরে তৎক্ষণাৎ আমিসহ স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’

আহত নূর-নবীর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নূরনবীর বাড়ি ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামে। সে ওই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। 

ইমিউন হাসপাতালের চিকিৎসক ডা. আরেফিন ফয়সাল জানান, দুর্ঘটনা ও পুলিশ কেস সংশ্লিষ্ট রোগীদের আমরা সাধারণত প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে দিই। অজ্ঞাত অবস্থায় আমাদের এখানে ছেলেটিকে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। 

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই। ছেলেটি কোন জায়গা থেকে ট্রেনে উঠতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি থামে না। হতে পারে ছেলেটি আঠারবাড়ি রেলস্টেশন থেকে ট্রেনে উঠেছিল।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মুঠোফোনে জানান, আহত অবস্থায় ছেলেটিকে আমাদের এখানে নিয়ে আসে। তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত