মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে ২ সন্তান নিয়ে স্বামীর পলায়ন

আপডেট : ২০ মে ২০২৫, ১১:৫৯ এএম

নারায়ণগঞ্জে স্ত্রী লাকি আক্তারকে (২৬) শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী শিপনের (৪০) বিরুদ্ধে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।

লাকির ভাগ্নে ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজার এলাকার কসাই শিপনকে ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সের এক ছেলে এবং ৬ বছর বয়সের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রাতে লাকির স্বামী শিপন ফোন করে তাদের জানান, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এরপর বাসা থেকে লাকির বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন এসে লাকির ঘরের বাহির থেকে দরজায় তালা লাগানো দেখেন। তখন বাড়িওয়ালাকে ডেকে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন লাকির নিথর মুখে ও গলায় আঘাতের দাগ। চাদর দিয়ে তার শরীর ডাকা। এরপর লাকিকে দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাকির স্বামী শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এই হত্যাকান্ড ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। মরদেহ খানপুর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সুমনকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত