মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামিনের কাগজ পৌঁছেছে কাশিমপুর, মুক্তি পাচ্ছেন নুসরাত ফারিয়া

আপডেট : ২০ মে ২০২৫, ০১:৩৭ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘নুসরাত ফারিয়ার জামিনের কাগজ আমাদের হাতে এসে পৌঁছেছে। তাকে ছেড়ে দেয়ার কাজ চলমান রয়েছে। তার পরিবারের লোকজন আসলেই ছেড়ে দেওয়া হবে।’

নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত।

গত রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই অভিনেত্রীকে। 

গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে জানান, অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণে বিদেশে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে গতকাল সোমবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। নুসরাতের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। 

পরে জামিনের বিষয়ে ২২ মে শুনানির দিন ধার্য করে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক। এরপর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাকে।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত