সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ

ট্রাইব্যুনালের অনুমতিতে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা যাবে 

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:২১ পিএম

জুলাই- আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের এ সুযোগ থাকবে। আর এ লক্ষ্যে ট্রাইব্যুনালের কোর্ট রুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ফেসবুকে এমন তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি লেখেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে  সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে।’ এ সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও জুড়ে দেন তিনি। 

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। আন্দোলন দমনে হাজারের বেশি মানুষ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাড়াও তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন ও মাঠ পর্যায়ের কিছু  পুলিশ সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল, প্রসিকিউশন শাখা ও তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়। ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের জন্য তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪৫ জনের বেশি আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত