শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামফলকে ছাত্রদলের নাম, সমালোচনার ঝড়

আপডেট : ২২ মে ২০২৫, ১০:১৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি মোড়ে 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়' সম্বলিত একটি নামফলক স্থাপন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি নামফলকটি নষ্ট হয়ে যাওয়ায় এটি সংস্কারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

এরপর নামফলকটি সংস্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা করা শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি যেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে ছাত্রদল কীভাবে নামফলক সংস্কার করে সেখানে ব্যবস্থাপনায় কুবি ছাত্রদল লিখতে পারে?

জানা যায়, শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ'র নির্দেশনায় নামফলকটি সংস্কার করেন যুগ্ম আহ্বায়ক শাফায়েত সজল ও আহ্বায়ক সদস্য মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাতসহ কয়েকজন নেতাকর্মী। নামফলকটির নিচে ব্যবস্থাপনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল লেখা দেখা যায়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম আশরাফ নামের এক শিক্ষার্থী মন্তব্য করে বলেন, কাজটা ভাল কিন্তু এখানে রাজনীতি না এনে আরেকটু বড় মনের পরিচয় দিতে পারতেন। একটা বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড বিশ্ববিদ্যালয় দিতে পারে না এটা লজ্জার। তবুও ধন্যবাদ।

তাশরীফ ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কুমিল্লা ছাত্রদল বিশ্ববিদ্যালয় করা হোক।

মহিউদ্দিন বাবর বলেন, কাজটা ভালো হয়েছে কিন্তু গর্দভের মতো এত বড় করে ক্রেডিট নেওয়ার কী আছে? কারো ঘিলুতে কী এই নোংরামিটা চোখে পড়লো না?

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "এইটার জন্য যে প্রশাসনের অনুমতি নেওয়া লাগবে এটা আমি আজকে প্রথম জানলাম। যেহেতু এইটা অনেক দিন ধরে পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজর দেয়নি যার কারণে ছাত্রদল কাজটি করেছে। ছাত্রদল একটা দলীয় পরিচয়, তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাইরের কেউ না। কাজটি তো বিশ্ববিদ্যালয়ে হয় নি, কোটবাড়ি করা হয়েছে। আর এটা বিশ্ববিদ্যালয়ের সুবিধার্থে করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, আমার থেকে তারা কোন অনুমতি নেয়নি এবং প্রশাসন থেকেও অনুমতি নেয়নি। আর ক্যাম্পাসে যেহেতু রাজনীতি নিষিদ্ধ এটা ক্যাম্পাসের বাহিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাই তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত