বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভারত থেকে এক দিনে শতাধিক পুশ-ইন

  • ১৫ দিনে ৪ শতাধিক 
আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:২৫ এএম

ভারতের আসাম ও গুজরাট রাজ্য থেকে চলতি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই পুশ-ইন শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক প্রতিবাদ জানানো হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই পুশ-ইন অব্যাহত রয়েছে। সর্বশেষ গতকাল দেশের ছয় জেলার সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। এর আগে গত ৪ মে থেকে শুরু করে গত সপ্তাহ দেশের বিভিন্ন জেলা দিয়ে শতাধিক মানুষ অনুপ্রবেশ করেছে। 

গতকাল দেশের ছয় জেলার সীমান্ত দিয়ে এক দিনেই অন্তত ১০০-এর বেশিন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, ফেনী ও খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে এসব পুশ-ইনের ঘটনা ঘটে।

বিজিবির দাবি, ঠেলে পাঠানো অধিকাংশ ব্যক্তি দীর্ঘদিন ভারতে শ্রমিক হিসেবে কাজ করত। তাদের মধ্যে অনেকে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছে। আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে তাদের জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

পাটগ্রাম সীমান্তে ১১ নারী-শিশু আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুশ-ইনের শিকার শিশুসহ ১১ জনকে আটকের পর স্থানীয় বিজিবি ক্যাম্পে রাখা হলেও পরে তাদের পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে চার শিশু ও সাতজন নারী রয়েছে।

ধবলসতী বিজিবি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। তাদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ১১ জন নয়, দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। যারা গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে চলে গেছে। ওই ১১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ধবলসুতী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন।

ফেনী সীমান্ত ৩৯ জন

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৩৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। ফেনী সীমান্তের দায়িত্বরত ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন ও ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন তাদের আটক করে। বুধবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন ও ফুলগাজী উপজেলার খেজরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ ৩৯ জনকে পুশব্যাক করা হয়।

বিজিবি জানায়, তারা বাংলাদেশি নাগরিক বলে প্রমাণ পাওয়া গেছে। সবাই কুড়িগ্রামের বাসিন্দা। কোনো একসময় তারা ভারতে যায়। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিল। আটকের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশাররফ হোসেন জানান, সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪ বিজিবির আওতাধীন সব সীমান্ত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার সকালে ফেনীর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সীমান্তে আটক ২৭ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ছাগলনাইয়া সীমান্তে বিজিবির হাতে আটক ১২ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ১২ জন ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা।

শিশুসহ সাতজনকে পুশ-ইন কুলাউড়ায়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ সাত বাংলাদেশিকে ফের পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশ-ইনের পর তুতবাড়ীসংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করব। এর আগে গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইনের শিকার হয়ে ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।’

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ জন

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ২১ জনকে আবার পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। এর মধ্যে ছয়জন নারী, দুজন পুরুষ ও ১৩ জন শিশু। তাদের সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের টহল দল তাদের আটক করেছে।’

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচজন

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচজন সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করে। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশ-ইন হওয়া লোকজন একই পরিবারের সদস্য। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

কুমিল্লার ১৩ জন

কুমিল্লা সীমান্ত দিয়ে বুধবার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন কমুয়া সীমান্দ দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং সাত শিশু রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত