ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুট আবারও জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে মাত্র ২৮ রান দরকার ছিল তাঁর, আর সেটুকুই করে ফেললেন অনায়াসে—তাতেই তিনি হয়ে গেলেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে ১৩,০০০ রান পূর্ণ করা ব্যাটার।
রুট এই অসাধারণ কীর্তি গড়লেন মাত্র ১৫৩টি টেস্ট ম্যাচে। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেলেন কিংবদন্তি জ্যাক ক্যালিস (১৫৯ ম্যাচ), রাহুল দ্রাবিড় (১৬০), রিকি পন্টিং (১৬২) এবং শচীন টেন্ডুলকারকে (১৬৩ ম্যাচ)।
তবে, ম্যাচ সংখ্যায় সবচেয়ে দ্রুত হলেও, ইনিংসে দিক দিয়ে তিনি কিছুটা পিছিয়ে। রুট ১৩,০০০ রান করেছেন ২৭৯ ইনিংসে, যেখানে শচীন টেন্ডুলকার করেছিলেন ২৬৬ ইনিংসে, আর ক্যালিস ২৬৯ ইনিংসে। তবুও, রুট হয়ে গেলেন ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের পঞ্চম ব্যাটার, যাঁর নামের পাশে রয়েছে ১৩,০০০ টেস্ট রান।
২০১২ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল জো রুটের। তারপর এক যুগের বেশি সময় ধরে তিনি হয়ে উঠেছেন ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড। টেস্ট ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার দৌড়েও রয়েছেন তিনি।