বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কমলাপুরে বিআরটিসি’র ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

আপডেট : ২৬ মে ২০২৫, ০১:২১ পিএম

রাজধানীর কমলাপুর মোড়ে বিআরটিসি যাত্রীবাহি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপতালে রশনির নানি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেণিতে পড়ত। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়। সকালে তিনি রশনিকে নিয়ে স্কুলে গিয়েছিলেন। স্কুল ছুটির পর তার হাত ধরেই বাসায় ফিরছিল।

নানি আরও জানান, কমলাপুর মোড়ে তার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় একটি বিআরটিসি বাস সজোরে রশনিকে ধাক্কায় দেয়। রাস্তায় ছিটকে পরে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। রশনির বাবার নাম পলাশ পাল। আর মা চৈতি বিশ্বাস মুনা। বাবা মায়ের মধ্যে বনিবনা না হওয়ায় বেশ কিছু বছর ধরে তারা আলাদা থাকেন। তার বাবা নরসিংদিতে থাকেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ। তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত