শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে রোলাঁ গারোতে দেম্বেলে

আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:৩৪ পিএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শনিবার রাতে ইন্তার মিলানের বিপক্ষে ০-৫ গোলের জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি। মিউনিখে ফাইনাল শেষে প্যারিসে পৌঁছে ছাদখোলা বাসে প্যারেডও করেছে প্যারিসের ক্লাবটি।

আজ সোমবার পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে গেছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোর সেন্টার কোর্টে দেম্বেলে যখন ট্রফিটি নিয়ে প্রবেশ করেন গ্যালারীতে থাকা ভক্ত-সমর্থকরা তাকে স্বাগত জানান এমনভাবে যেমনি তারা করে থাকেন ফ্রেঞ্চ ওপেন জয়ীর ক্ষেত্রে।

দেম্বেলে গ্যালারীতে থাকা দর্শকদের উদ্দেশ্যে বলেন, মিউনিখে ছিল ব্যতিক্রমী জাদুরকরী এক মুহূর্ত। আমরা দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছি এবং আমাদের প্রথম ইউরোপিয়ান ট্রফি জিতেছি। একক ট্রফি ভালো তবে দলীয়ী সাফল্য সব সময়ই বড়। আমরা যত সম্ভব আরও ট্রফি জেতার চেষ্টা করবো।'

ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পিএসজি। এর আগে ১৯৯৩ সালে ফরাসি ক্লাব মার্শেই জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই ক্লাব টুর্নামেন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত