রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কেমন হলো আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম অনুশীলন?

আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:০৯ এএম

ব্রাজিল জাতীয় দলে পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে তার ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে। তার আগে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ গতকাল রাফিনহা-রিচার্লিসনদের সাথে প্রথম অনুশীলন সেশন করেছেন।

সাও পাওলোর করিন্থিয়ান্সের জোয়াকিম গ্রাভা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুশীলন সেশন। মাঠে এসেই এই ইতালিয়ন কোচ ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো এবং বার্সেলোনার রাফিনহার সাথে একান্তে কথা বলেন। এছাড়া অনুশীলন শুরুর আগে তিনি টটেনহ্যাম স্ট্রাইকার রিচার্লিসনের সাথে একান্তে সংক্ষিপ্ত আলোচনাও করেন। এরপর সহকারীদের অধীনে খেলোয়াড়েরা ওয়ার্ম-আপ শুরু করেন। সেটাও গভীরভাবে পর্যবেক্ষণ করেন আনচেলত্তি।

এদিন অবশ্য ব্রাজিল দলের সবাই অনুশীলনে ছিলেন না। ক্লাবের খেলা থাকায় ছিলেন না পালমেইরাস, ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলা এস্তেভাও, দানিলো, অ্যালেক্স স্যান্ড্রো, গারসন, লিও অর্টিজ। এছাড়া ইন্টার মিলানের কার্লোস অগাস্টো, পিএসজি হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মারকুইনহোস এবং লুকাস বেরালদোও এখন পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে যোগ দেননি। ইউরোপ থেকে ফিরে তারা দুই-একদিনের মাঝেই অনুশীলন করবেন।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গত দুই যুগ ধরে বিশ্বকাপ জিততে পারে না। সাম্প্রতিক বছরগুলোতে তো কোপা আমেরিকাও জিততে পারে না দলটি! কাতার বিশ্বকাপে ভরাডুবির পর তাদের পারফর্মেন্সের গ্রাফ ক্রমশ নিচের দিকেই যাচ্ছে। চলতি বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের টেবিলে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চার নম্বরে। ৬ জুন ইকুয়েডরের পর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত