বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্রীতির দল ফাইনালে উঠতেই সালমানের ১১ বছর আগের টুইট ভাইরাল

আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:১৬ পিএম

আইপিএলের ফাইনালে উঠেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংস। আজ মঙ্গলবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালিস্ট হিসেবে পাঞ্জাব কিংস নিশ্চিত হতেই বলিউড সুপারস্টার সালমান খানের অনেক পুরনো একটি টুইট ভাইরাল হয়ে গেছে। কী ছিল সেই টুইটে?

২০১৪ সালের ২৮ মে আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের কাছে পাঞ্জাব কিংস হেরে গিয়েছিল। সেই রাতেই সালমান টুইটারে লেখেন, ‘জিনতার দল কি জিতেছে?’ সম্প্রতি সেই পুরনো পোস্টে এক ভক্ত কমেন্ট করেন, ‘সাল্লু ভাই, এই টুইট মুছে ফেলার সময় এসেছে। এই বছর ওরা (আইপিএল) জিতবে।’ ব্যাস, এরপরই সালমানের সেই টুইটে শুরু হয়ে যায় একের পর এক কমেন্ট।

এখন পর্যন্ত একবারও আইপিএল শিরোপা জিততে পারেনি পাঞ্জাব কিংস। যুবরাজ সিং থেকে কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট থেকে জর্জ বেইলি, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ানের মতো বড় মাপের তারকারা নেতৃত্ব দিয়েও প্রীতিকে সাফল্য এনে দিতে পারেননি। এবার বিরাট কোহলিদের হারাতে পারলেই তার এত বছরের বিনিয়োগ সার্থক হতে পারে। এমনকী সালমান খানও কোনো টুইট করে বসতে পারেন মঙ্গলবার রাতে!

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত