বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এআই প্রযুক্তি: আত্মপ্রকাশের নতুন পথ

  • ব্যক্তিগত শিক্ষক এখন আপনার স্মার্টফোনে
  • শেখার ধরনে বিপ্লব
  • কীভাবে শুরু করবেন?
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:১২ পিএম
বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং প্রভাববিস্তারকারী প্রযুক্তির নাম— কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এক সময় যে কাজগুলো কেবল দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ মানুষের পক্ষেই সম্ভব ছিল, এখন তা সহজে সম্পন্ন হচ্ছে এআই প্রযুক্তির সহায়তায়। তবে এই প্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো— এটি এমন মানুষদের জন্যও আশার আলো হয়ে এসেছে, যারা নিজেদের ভোঁতা প্রতিভার অধিকারী বলে মনে করেন।
 
অর্থাৎ যারা ভাবেন, তারা সৃজনশীল নন, পড়ালেখায় দুর্বল, অথবা জীবনের দৌড়ে পিছিয়ে আছেন। কিন্তু বাস্তবতা হলো— সঠিকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে যে কেউ নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারেন।‘ভোঁতা’ প্রতিভা— আসলেই কি এমন কিছু আছে?
 
‘ভোঁতা প্রতিভা’ বলতে আমরা সাধারণত এমন কাউকে বোঝাই, যার প্রতিভা সুপ্ত, অপরিপক্ব বা স্বাভাবিক পদ্ধতিতে বিকশিত হয়নি। অনেকেই মনে করেন, সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা বা শৈল্পিক দক্ষতা হয়তো তার নেই। অথচ আধুনিক মনোবিজ্ঞান বলে— প্রতিভা কোনো নির্দিষ্ট বা অপরিবর্তনীয় বিষয় নয়। উপযুক্ত চর্চা, দিকনির্দেশনা ও সহায়তায় যেকোনো মানুষ নিজের সক্ষমতাকে পরিবর্তন করতে পারেন।
 
ব্যক্তিগত শিক্ষক এখন আপনার স্মার্টফোনে
 
বর্তমানে এআই প্রযুক্তি এমন এক অবস্থায় পৌঁছেছে, যা আমাদের দৈনন্দিন জীবনের সহযোগী হয়ে উঠেছে। লেখালেখি থেকে গণিত, ছবি আঁকা থেকে প্রেজেন্টেশন তৈরি— সবখানেই এর কার্যকারিতা চোখে পড়ে।
•ভাষা ও রচনায় দুর্বল? চ্যাটজিপিটির মতো ভাষাভিত্তিক এআই সহকারীর মাধ্যমে শুদ্ধ লেখা শেখা, অনুচ্ছেদ সাজানো, এমনকি কবিতা লেখাও সম্ভব।
•অঙ্কে ভয় পান? ফটোম্যাথ বা খান একাডেমির এআই টুলগুলো ধাপে ধাপে অঙ্ক শেখায়, ভুল ধরিয়ে দেয়।
•চিত্রাঙ্কন বা ডিজাইনে আগ্রহ আছে? মিডজার্নি, ডাল-ই বা ক্যানভার এআই ফিচার ব্যবহার করে নিজেই অনুপ্রেরণামূলক কনটেন্ট তৈরি করতে পারেন।
•নতুন ভাষা শেখার স্বপ্ন? দুয়োলিঙ্গোর মতো অ্যাপে এআই আপনার উচ্চারণ ঠিক করে দেবে, শেখাবে নতুন শব্দ।
 
শেখার ধরনে বিপ্লব
 
এআই-এর সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এটি ‘ব্যক্তিকেন্দ্রিক’। একজন শিক্ষার্থীর কোন জায়গায় দুর্বলতা রয়েছে, তা বিশ্লেষণ করে তাকে আলাদা করে সহায়তা করতে পারে। এতে সময় বাঁচে, শেখা সহজ হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।
 
ধরুন, আপনি ইংরেজিতে দুর্বল। ক্লাসে হয়তো আপনি শিক্ষককে সবসময় প্রশ্ন করতে পারেন না। কিন্তু একটি এআই টুল সারাক্ষণ আপনার পাশে থেকে ভুল ধরিয়ে দেবে, উদাহরণ দেবে, এমনকি ব্যাকরণ শিখিয়ে দেবে— যা একজন মানুষ সময়ের অভাবে সবসময় দিতে পারেন না।
 
সৃজনশীলতাও চর্চার বিষয়
 
অনেকেই মনে করেন সৃজনশীলতা জন্মগত, কিন্তু বাস্তবে এটি এক ধরনের দক্ষতা— যা চর্চা ও অভ্যাসের মাধ্যমে অর্জন করা যায়। এআই প্রযুক্তি এখানে হয়ে উঠতে পারে আপনার ‘ক্রিয়েটিভ পার্টনার’। আপনি যদি কবিতা লিখতে চান, একটি কাঠামো চাইলে তা তৈরি করে দেবে; যদি গল্পের প্লট না পান, এআই আপনাকে নানা ধারণা দিতে পারে।
 
এছাড়া, যারা চিত্রাঙ্কন, সংগীত বা ভিডিও নির্মাণে আগ্রহী কিন্তু হাতে-কলমে দক্ষ নন, তারাও এখন AIVA, Soundraw, Lumen5 ইত্যাদি এআই টুল ব্যবহার করে চমৎকার কনটেন্ট তৈরি করতে পারছেন।
 
আত্মপ্রকাশের পথ খুলে যাচ্ছে
 
নিজের প্রতিভা নিয়ে সন্দেহ পোষণ অনেকের মধ্যেই কাজ করে। কিন্তু যখন আপনি এআই-এর সহায়তায় কোনো কাজ সম্পন্ন করতে সক্ষম হন, তখন আপনার মধ্যে জন্ম নেয় আত্মবিশ্বাস। এবং সেই আত্মবিশ্বাসই আপনাকে টেনে নিয়ে যায় আরও সামনে।
 
এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ব্লগিং প্ল্যাটফর্মে আপনি নিজের তৈরি কনটেন্ট প্রকাশ করতে পারেন, যা অন্যদের অনুপ্রেরণা দেবে এবং আপনাকেও একধরনের স্বীকৃতি এনে দেবে।
 
সতর্কতার প্রয়োজনও আছে
 
তবে এটিও মনে রাখতে হবে— এআই কেবল একটি সহায়ক প্রযুক্তি, অলৌকিক কিছু নয়। আপনি যদি আগ্রহী না হন, কৌতূহল না রাখেন বা কেবল কপি-পেস্ট করে কাজ করেন, তাহলে এই প্রযুক্তির সুফল ভোগ করা কঠিন হবে। বরং তা আপনাকে চিন্তা করার ক্ষমতা থেকে বঞ্চিত করতে পারে।
 
কীভাবে শুরু করবেন?
 
•প্রথমেই নিজের দুর্বলতাগুলো নিরূপণ করুন। লেখালেখি, অঙ্ক, ছবি আঁকা— যেটাই হোক।
•ওই বিষয়ের জন্য উপযুক্ত এআই টুল খুঁজে নিন।
•নিজেকে একটি লক্ষ্য দিন। যেমন— “আগামী এক মাসে তিনটি ছোটগল্প লিখব” বা “প্রতি সপ্তাহে একটি ডিজাইন তৈরি করব।”
•নিয়মিত অনুশীলনের মাধ্যমে এআই-এর সহায়তা গ্রহণ করুন।
•নিজের তৈরি কনটেন্ট অন্যদের সঙ্গে শেয়ার করুন— ফেসবুকে, ইউটিউবে, বা নিজস্ব ব্লগে।
 
এআই প্রযুক্তি একটি গণশিক্ষার বিপ্লব ঘটিয়েছে— যেখানে বয়স, এলাকা, সুযোগ বা আর্থিক সামর্থ্য আর বাধা নয়। আপনি যদি মনে করেন আপনার প্রতিভা ‘ভোতা’, তাহলে জেনে রাখুন— সেই প্রতিভাকেই শাণিত করার জন্য এখন আপনার হাতে আছে যুগান্তকারী প্রযুক্তি।
 
প্রতিভা জন্মগত নয়, এটি চর্চার বিষয়। আর চর্চার সঙ্গী হিসেবে এআই হতে পারে আপনার সেরা আশীর্বাদ।
 
লেখক: ব্যাংকার ও উন্নয়ন গবেষক
সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত