সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনারীর অধীনে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচীতে ৩০ কেজি চালের জন্য অনলাইনে আবেদন করেছেন ২৪ লাখেরও বেশি নারী। যা বরাদ্দ থেকে কয়েকগুণ। পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে ২০২৫ সালের জুলাই থেকে দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন নির্বাচিত সুবিধাভোগীরা। পূর্বের চক্রে ২০২৩-২৪ অর্থ বছরে এই আবেদনকারীর সংখ্যা ছিল ২৬ লাখেরও বেশি।
মহিলা বিষয়ক অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, ব্যাপক প্রচার-প্রচারণার ফলে বরাদ্দের থেকে কয়েকগুণ আবেদন জমা হয়েছে। অতীতে প্রকল্পটির নাম ছিলো দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি)। যা পূর্ব অর্থ বছর থেকে পরিবর্তনপূর্বক ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রম নামকরণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে ‘স্বনির্ভরতার জন্য সহায়তা’ এ মূলনীতি অনুসরণ করে খাদ্য সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আলোকে স্থায়ীভাবে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প সূত্র জানা যায়, ২০২৫-২৬ চক্রের (ভিডব্লিউবি) প্রকল্পের বরাদ্দ রয়েছে প্রায় ১০ লাখ ৪০ হাজার। সর্বশেষ আবেদন জমা হয়েছে ২৪ লাখের মতো। কয়েক ধাপে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় থাকা ব্যক্তিগণ চলতি বছরের জুলাই থেকে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হবেন। যারা দুই বছর ৩০ কেজি করে চাল পাবেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের সুবিধাভোগী হতে অগ্রাধিকারের বিষয়ে বলা হয়েছে, ২০ থেকে ৫০ বছর বয়সী নারীরা আবেদন করতে পারবেন। ভূমিহীন (বসতভিটাসহ চাষযোগ্য জমি ১৫ শতকের নিচে) পরিবারে দুস্থ ও অসহায় মহিলা, যাদের নিয়মিত আয়ের উৎস নেই, দিনমজুর বিশেষত কৃষিক্ষেত্রে দিনমজুর, এসব পরিবারে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোরী আছে, যে পরিবারের ঘরের দেয়াল মাটির, পাটকাঠি বা বাঁশের তৈরি, পরিবারে অটিজম, প্রতিবন্ধী সদস্য আছে সেসব পরিবারের মহিলার অগ্রাধিকার পাবেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভিডব্লিউবি) শারমিন শাহীন দেশ রূপান্তরকে বলেন, ব্যাপক পরিসরে প্রচার-প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হয়। মাঠ পর্যায়ের দপ্তরগুলো এক্ষেত্রে সফলভাবে প্রচারণার কাজটি শেষ করতে পেরেছে। প্রথম দিকে সার্ভার জটিলতা থাকলেও পরবর্তীতে স্বাভাবিক ভাবে সবাই আবেদন করতে পেরেছে। ফলে নির্ধারিত কার্ডের থেকে কয়েকগুণ আবেদন জমা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভিডব্লিউবি ২০২৫-২৬ চক্রের জন্য অনলাইনে মোট আবেদন জমা রয়েছে বরাদ্দের কয়েকগুণ। উপজেলার ৭টি ইউনিয়নে ২ হাজার ২৩ টি কার্ডের বিপরীতে অনলাইনে আবেদন করেছেন ৭ সহস্রাধিক নারী। চূড়ান্ত ব্যক্তিরা সুবিধাভোগী হিসেবে আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি চাল পাবে এ কর্মসূচীর অধীনে।