রিয়াল মাদ্রিদের জার্সিতে ভিনিসিয়ুস জুনিয়র যতটা ভয়ংকর এবং কার্যকর, ব্রাজিলের জার্সিতে ততটাই মলিন। দেশের হয়ে ৩৯ ম্যাচে তার গোল স্রেফ ৬টি! তবে এখন আর এভাবে চলবে না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার প্রিয় শিষ্যকে রিয়াল মাদ্রিদের ফর্মে চান জাতীয় দলেও।
ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের আগে ভিনির বিষয়ে আনচেলত্তি বলেন, ‘জানি না, সে এখানে নিজের সেরা রূপে ছিল কি না। তবে রিয়াল মাদ্রিদে যা করে, এখানেও তা করে দেখানোর সময় আছে। সে আমাদের প্রধান ফুটবলারদের একজন। সে যাতে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারে, সেটা নিশ্চিত করতে কাজ করতে হবে আমাদের।’
এছাড়া ‘ছোট মেসি’ খ্যাত ১৮ বছর বয়সী এস্তেভোকে নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘সে একজন বিশেষ প্রতিভা। তার মানসিকতা ভালো, ছেলে হিসেবেও ভালো, খুব বিনয়ী। তবে যে কোনো তরুণ ফুটবলারকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে ও যত্নশীল হতে হবে। ভবিষ্যতে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠার উপাদান তার মধ্যে আছে।’
বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের পরিকল্পনা বিষয়ে আনচেলত্তির বক্তব্য, ‘আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। সেটা ৪-৩-৩ হোক বা ৪-৪-২। এই যুগে স্রেফ ব্যক্তিগত ঝলক যথেষ্ট নয়। সেইসঙ্গে মানসিকতা, তাড়না ও নিবেদন থাকতে হবে।’