রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নির্বাচনের তারিখ প্রসঙ্গে আখতার

লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিশ্চিত করলে এপ্রিলে আপত্তি নেই

আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:৩৪ পিএম

লেভেল প্লেয়িং ফিল্ড ও মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারলে আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণায় আপত্তি নেই এনসিপির। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার বিষয়ে প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে সুনির্দিষ্ট বক্তব্য আসবে।’

আখতার বলেন, ‘প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের মধ্যে নির্বাচনের যে সময়সীমার কথা বলেছেন, যদি এই সময়কালের মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই।’

এনসিপির সদস্যসচিব বলেন, নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুধু নয়; নির্বাচনের মাধ্যমে আমরা যে গণতন্ত্রকে প্রত্যাশা করি তা যেন দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালীভাবে বহাল হয়। সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, পুলিশ-প্রশাসনসহ প্রত্যেকটা জায়গায় যেন গণতন্ত্রের ছোঁয়া লাগে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত