রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নাহিদ ইসলাম

জুলাই সনদ ও ঘোষণাপত্র হলে নির্বাচনে আপত্তি নেই এনসিপির

আপডেট : ০৬ জুন ২০২৫, ১০:৪০ পিএম

নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ হলে আগামী বছরের এপ্রিলে নির্বাচন আয়োজন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেনন, যদি সংস্কারের রূপরেখা আসে এবং পরবর্তীতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়; তখন নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকবে না।

শুক্রবার (৬ জুন) প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচনের তারিখ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি সরকারের প্রধান কর্তব্য। আজ প্রধান উপদেষ্টা বক্তব্যে তিনটি বিষয়ই আলোচনা করেছেন। যদিও আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকে চেয়েছিলাম জুলাই সনদের পর যেন নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করা হয়। তারপরও তিনি জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস ঘোষণা করেছেন। যেহেতু কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখ জানতে চেয়েছে ও কিছু শঙ্কার কথা বলা হচ্ছিল; সেজন্য হয়তো তাদের আশ্বস্ত করার জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

তবে গণঅভ্যুত্থান ও জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য জুলাই সনদ অতীব জরুরি বলে মনে করেন এনসিপির এ নেতা।

তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে যদি জুলাই সনদ ও সংস্কারের রূপরেখা আসে এবং এর পরবর্তীতে যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে তাহলে ডিসেম্বর থেকে জুন যেকোনো সময়ের মধ্যেই সম্ভব।

নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা পুনর্ব্যক্ত করে এনসিপির আহ্বায়ক বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন। এই কমিশন দিয়ে সেটি সম্ভব না। সেই প্রক্রিয়াটি যেন দ্রুত শুরু হয় সরকারের প্রতি সেই আহ্বান থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত