সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ট্রাম্পকে টেক্কা দিতে নতুন দল করবেন মাস্ক!

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের কথা তুলেছেন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ একটি সমীক্ষা চালান তিনি।

সেখানে টেসলা প্রধান আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে কি না জানতে চান। তার এমন প্রস্তাবকে উত্তরদাতাদের মধ্যে ৮০.৪% সমর্থন করেছেন।

এখানেই শেষ নয়, ইতিমধ্যে সেই দলের নামও ঠিক করেছেন তিনি। শনিবার ফের এক পোস্টে এ ধনকুবের লিখেছেন, ‘মানুষ বলছে। আমেরিকায় প্রতিনিধিত্ব করার জন্য নতুন রাজনৈতিক দল দরকার! ৮০% মানুষ একমত। এটা অবশ্যম্ভাবী।’

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে মাস্ক ব্যক্তিগত কৃতিত্ব দাবি করার পরপরই এই জরিপ চালানো হয়। একসময় ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা টেসলা সিইও ট্রাম্পের বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ এনে বলেছিলেন, ‘আমি না থাকলে (ডোনাল্ড) ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন।’

উল্লেখ্য, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা অল্প ব্যবধানে ‘বিগ, বিউটিফুল বিল’ নামক একটি বিশাল কর ও ব্যয় বিল পাস করে এবং গত মাসে ডোনাল্ড ট্রাম্পকে একটি বড় জয় এনে দেয়। বাজেটে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা। মাস্ক প্রকাশ্যে ‘বিগ, বিউটিফুল বিল’-এর সমালোচনা করার পর ট্রাম্প ও মাস্কের মধ্যে বিরোধ দেখা দেয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত