বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তার আহ্বান ইশরাকের

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৭:১৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে কার্যক্রম পরিদর্শনে সশরীরে মাঠে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন তিনি।

পরে রহমতগঞ্জ পোস্তা হয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৯ নম্বর ওয়ার্ডের নিউ বেইলী রোড পরিদর্শন ছাড়াও হাজারীবাগ, শাহজাহানপুর ও ব্রাদার্স ক্লাব এবং কমলাপুরের কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন ইশরাক হোসেন।

পশুর হাটে সৃষ্ট আবর্জনা সরিয়ে ফেলতে নানা নির্দেশনা দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে নিরলসভাবে কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। বৃষ্টির কারণে অপসারণে কিছুটা বিলম্ব হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় বর্জ্য অপসারণে নগরবাসীকে সহায়তা করতে আহ্বান জানান ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি নগর ভবনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি সংক্রান্ত কেন্দ্রিয় নিয়ন্ত্রণকক্ষে গিয়েও বিভিন্ন নির্দেশনা দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত