বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেইমার

আপডেট : ০৮ জুন ২০২৫, ০১:০৪ পিএম

গত কয়েকদিন ধরে বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে বলে গণমাধ্যমে খবর আসছে। এবার জানা গেল ব্রাজিল তারকা নেইমারও করোনায় আক্রান্ত। গতকাল শনিবার এক বিবৃতিতে নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন এবং বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

বিবৃতিতে লেখা আছে, ‘গত ৫ জুন বৃহস্পতিবার থেকে নেইমারের দেহে উপসর্গ দেখা দেওয়ায় সান্তোসের মেডিক্যাল বিভাগের পরামর্শে ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার পর তার কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লক্ষণ দেখা দেওয়ার পর গত বৃহস্পতিবার থেকেই তিনি ক্লাবের কার্যক্রম থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।’

এই নিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন নেইমার। এর আগে ২০২১ সালের মে মাসে পিএসজিতে খেলার সময় তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। প্রায় চার মাস তাকে আইসোলেটেড হয়ে থাকতে হয়েছিল। ২০২৩ সালে পিএসজি ছাড়ার পর তার ক্যারিয়ারে দুঃসময় চলছে। সৌদি ক্লাব ঘুরে এখন থিতু হয়েছেন সান্তোসে। কিন্তু ইনজুরি আর ফর্মহীনতা তার পিছু ছাড়ছে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত