রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জাপানে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:৪০ পিএম

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার কাদেনা মার্কিন বিমান ঘাঁটির গোলাবারুদ সংরক্ষণস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাপানের আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) চার সদস্য আহত হয়েছেন। এপির এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়। 
 

ঘটনাটি ঘটেছে একটি সরকারি স্থাপনায়, যা ওকিনাওয়া প্রদেশের মালিকানাধীন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অবিস্ফোরিত বোমা সাময়িকভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। কর্মকর্তারা জানান, সেনারা একটি বিস্ফোরক দ্রব্য পরিদর্শনের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, সেনারা মরিচা অপসারণের কাজ করছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাটি কাদেনা বিমান ঘাঁটির একটি স্থাপনায় ঘটলেও এতে কোনো মার্কিন সেনা সদস্য জড়িত ছিল না। এটি সম্পূর্ণরূপে ওকিনাওয়া প্রাদেশিক সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত একটি এলাকা।

জাপানের আত্মরক্ষা বাহিনীর যৌথ সদর দপ্তর জানিয়েছে, তারা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালে জাপানি সেনাবাহিনীর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট চালুর পর এটাই সবচেয়ে গুরুতর দুর্ঘটনার একটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত