৬৬ বছরে পা রাখলেন কার্লো আনচেলত্তি। আজ ১০ জুন ব্রাজিল কোচের জন্মদিন। এই আবহে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ড্র দিয়ে ব্রাজিল অধ্যায় শুরু করা আনচেলত্তি এবার শিষ্যদের কাছে জন্মদিনের উপহার চাইলেন।
সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘জয় হলো আগামীকালের সেরা উপহার, যা আমি পেতে পারি। এর চেয়ে ভালো উপহার কিছুই হতে পারে না। এই দেশের জন্য জাতীয় দলের যে গুরুত্ব, সেটা আমি বুঝি। এটা ঠিক যে, আমরা সাম্প্রতিক সময়ে ভালো ফলাফল করতে পারিনি বলে অনিশ্চিত এক সময় কাটছে। তাই আগামীকাল আমরা ভালো কিছু করার চেষ্টা করব। ভক্তদের জন্য একটি ভালো ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করব।’
প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশেই ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা রাফিনহা। বার্সেলোনা তারকাকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘রাফিনহা ফিরে এসেছে, যা আমাদের জন্য সুখবর। গত মৌসুমে সে প্রমাণ করেছে যে, সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। সে দলকে অনেক সাহায্য করবে। বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে আমাদের ভালো পারফর্ম করতে হবে। তাই রাফিনহার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ।’
ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচটা ছিল হতাশার। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। পুরো ম্যাচে ব্রাজিলের পারফর্মেন্স ছিল বিবর্ণ। প্যারাগুয়ের বিপক্ষে প্রস্তুতির ভালো সুযোগ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন আনচেলত্তি, ‘প্রস্তুতির জন্য আমাদের যথেষ্ট সময় ছিল। খেলোয়াড়রা ভালো অবস্থায় আছে। তাই আগামীকাল ভালো পারফর্ম করার জন্য আমাদের সবকিছুই আছে।’