বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাউফলে জমি নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:০৪ পিএম

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মস্তফা মৃধা (৫৫), ফেরদৌস বেগম (৩৮), যুবায়ের হোসেন (১৬), হাফসা জাহান মিতু (১৮), দুলাল মৃধা (৫৫), মেহেদী হাসান (২৫), রাহিমা বেগম (৪৫), তাইয়েবা (২), উর্মি (১৯) ও তানিয়া (২২)। 

আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় মস্তফা মৃধা ও তার স্ত্রী ফেরদৌস বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বা‌কি‌দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতের প‌রিবার ও স্থানীয় সূ‌ত্রে জানা‌ যায়, দীর্ঘদিন যাবত মস্তফা মৃধার সঙ্গে তার আপন ভাই দুলাল মৃধার জমি সংক্রান্ত বিষ‌য়ে বিরোধ চলে আস‌ছিল। এ নিয়ে শালিস বৈঠকও চলমান ছিল। সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় দায়ের কোপ ও লাঠিসোটার আঘাতে আহত উভয় পক্ষের ১০ জন।   

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানায় উভয় পক্ষের লোকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত